আমাদের বাহ্যিক উপস্থাপনই আমাদের প্রকাশ-
প্রতিদিন আমরা শত শত মানুষের সাথে রেলপথে, হলরুমে অথবা রাস্তায় কোনরূপ কথা না বলে তাদের উপেক্ষা করে চলি। কারন, আগে দর্শনধারী পরে গুন বিচারি।
এতে কি আপনার সন্দেহ আছে?
কিন্তু আপনি যখন ফ্যাশন করে কিংবা আধুনিক ভাবে নিজেকে সজ্জিত করেন, দেখবেন একটি শব্দ না বলা সত্ত্বেও আপনার সাজ-সজ্জা আপনাকে অন্যরকম দিকে নিয়ে যাচ্ছে যা আপনি কখনো ভাবেন নি।
হ্যাঁ আমি যা বললাম তা অন্যায়। এখন আপনি হয়ত ভাবছেন “আমাকে পোশাক দিয়ে বিবেচনা না করে আমার সততা দিয়ে বিবেচনা করুন”। কিন্তু আমি একমত হতে পারলাম না। কারণ, মানুষের বাহ্যিক আচরণ, চলাফেরার উপর ভিত্তি করে বিচার করা হয়ে থাকে এবং ভবিষ্যতেও হবে।
একজন দীর্ঘ মেয়াদী প্রফেশনাল লোকের পোশাক কি রকম হওয়া উচিত
আপনি শনিবার থেকে বৃহঃস্পতিবার একই স্যুট পরে প্রায়ই আপনার গ্রাহকদের সাথে ডিনার করেন, এমন কি সাপ্তাহিক ছুটিতে শহরের বাইরে সহকর্মী ও গ্রাহকদের সাথে ঘুরে বেড়ান। আপনার সারাবছর ধরে সযত্নে অর্জিত সুখ্যাতির সাথে আপনার ভাবমূর্তি গভীরভাবে আবদ্ধ।
একজন দীর্ঘ মেয়াদী প্রফেশনাল লোকের এর আলমারিতে কি ধরণের পোশাক মানানসই কিংবা থাকা জরুরি-
- ৬ এর অধিক স্যুট
- ৩ জোড়ার অধিক জুতা
- ২ জোড়ার অধিক চামড়ার সু
- সু এর সাথে মিলিয়ে বেল্ট
- ১৫টির অধিক শার্ট
- ১৫টির অধিক টাই
- মাপসই এক জোড়া জিন্স
- ৪ জোড়া হালকা ও গাড় রঙের পাজামা
- ৪টির অধিক বোতামযুক্ত কলারওয়ালা শার্ট
- ২এর অধিক একই কালারের শার্ট
- ৫-এর অধিক সোয়েটার
- ১০-এর অধিক ভি-গলার শার্ট
- নেভি ব্লেজার
- ২টি হাতঘড়ি
- একজোড়া চামড়ার গ্লাভস
- উপস্থাপনযোগ্য অ্যাথলেটিক পোশাক
- গলাবন্ধনী, জামার আস্তিনের বোতাম
সাদমার্টের কিছু ছেলেদের জুতার কালেকশন যা আপনার ব্যক্তিত্বকে বাড়িয়ে তুলবে
একজন বিজনেসম্যান এর দীর্ঘ মেয়াদী পোশাক কি রকম হওয়া উচিত
আপনি আপনার গ্রাহক ও বিনিয়োগকারীর সাথে সাক্ষাৎ উপলক্ষ্যে স্যুট পরেন। কিন্তু আপনার অফিস এ আপনি সাধারণ পোশাক পরেন। এটা আপনার কর্মীদের সাথে পেশাদারী একটা দূরত্ব বজায় রাখে। সন্ধ্যায় পরিবার ও বন্ধুদের সাথে আরও সাধারণ পোশাকে থাকেন, এমনকি শনিবার সকালে জিন্স ও টি-শার্ট পরে অফিস এ যান।
ফরমাল কিছু ডিজাইনের জন্য সাদমার্ট-এ ঢুঁ মারতে পারেন।
ফ্যাশন এনালিস্ট এর মতে একজন ব্যবসায়ীর ওয়ারড্রোব-এ কি ধরণের পোশাক থাকা জরুরি-
- ১-এর অধিক স্যুট
- ১ জোড়া জুতা
- ২জোড়া সাধারণ চামড়ার সু
- সু-এর সাথে মিলিয়ে বেল্ট
- ১০-এর অধিক শার্ট
- ৩-এর অধিক টাই
- মাপসই ২জোড়া জিন্স
- ৫ জোড়া হালকা ও গাড় রঙের পাজামা
- ৫-এর অধিক বোতামযুক্ত কলারওয়ালা খেলার শার্ট
- ৫-এর অধিক একই কালারের শার্ট
- ৫-টি সোয়েটার
- ১০-এর অধিক ভি-গলার শার্ট
- ১টি হাত ঘড়ি
যেসব পোশাক গুলো সহায়ক হবে-
- নেভি ব্লেজার
- ১টি লম্বা ও সরু কোট
- ৫-এর অধিক চোকোনা পকেট
- একজোড়া চামড়ার গ্লভস
- গলাবন্ধনী, জামার আস্তিনের বোতাম
একজন সাধারণ কর্মজীবীর পোশাক কি ধরণের হওয়া উচিত
আপনি যে ধরনের কাজ করেন তার জন্য আপনার নির্দিষ্ট একটি ইউনিফর্ম প্রয়োজন। আপনি ব্যক্তিগত পোশাক পরেন শুধু মাত্র সন্ধ্যাই ছুটির পর এবং সাপ্তাহিক ছুটির দিন। আপনি খুব কম সময় স্যুট পরেন, কিন্তু আপনি নিজেকে চটপটে দেখতে চাইলে ছোট ছোট বিষয়গুলোর দিকে নজর দিতে হবে।
একজন ফ্যাশন এনালিস্টের মতে সাধারণ কর্মজীবীর পোশাকের আইটেমগুলোতে কি কি থাকা জরুরি-
- ১টি স্যুট
- ১জোড়া জুতা
- ১জোড়া চামড়ার সু
- সু-এর সাথে মিলিয়ে বেল্ট
- ৪-এর অধিক শার্ট
- ৩-এর অধিক টাই
- মাপসই ২জোড়া জিন্স
- ২জোড়া হালকা ও গাড় রঙের পাজামা
- ২-এর অধিক বোতামযুক্ত কলারওয়ালা খেলার শার্ট
- ৩-এর অধিক একই কালারের শার্ট
- ৩-সোয়েটার
- ৫-এর অধিক ভি-গলার শার্ট
- ১টি হাতঘড়ি
যেসব পোশাক গুলো সহায়ক হবে-
- ১টি নেভি ব্লেজার
- একজোড়া চামড়ার গ্লাভস
- গলাবন্ধনী, জামার আস্তিনের বোতাম
সাধারণ ক্রিয়েটিভ পেশাদারী পুরুষের পোশাক
আপনি যে পরিবেশে কাজ করেন সেখানে ক্রিয়েটিভিটিকে মূল্য দেয়া হয় এবং প্রথাগত কাজকে অমূল্যয়ন করা হয়। এতে মনে করবেন না যে আপনি আপনার ব্যাক্তিত্বকে হারাচ্ছেন।
সাধারণ ক্রিয়েটিভ পেশাদারী পুরুষের আলমারিতে কি কি আইটেম থাকা জরুরি-
- ১টি স্যুট এবং ২টি টাই
- ১ জোড়া জুতা
- ২ জোড়া সাধারণ চামড়ার সু
- সু-এর সাথে মিলিয়ে বেল্ট
- ১০-এর অধিক শার্ট
- মাপসই ৪ জোড়া জিন্স
- ২ জোড়া হালকা ও গাড় রঙের পাজামা
- ৬-এর অধিক বোতামযুক্ত কলার ওয়ালা খেলার শার্ট
- ২-এর অধিক একই কালারের শার্ট
- ৬-টি সোয়েটার
- ১০-এর অধিক ভি-গলার শার্ট
- ১টি হাত ঘড়ি
পছন্দের আনুসঙ্গিক ফ্যাশনের অনুসঙ্গ হাতঘড়ি-র বিশাল কালেকশন রয়েছে আমাদের সাদমার্টে। বেছে নিতে পারেন আপনার ব্যাক্তিত্বের সাথে মিলিয়ে।
যেসব পোশাক গুলো সহায়ক হবে-
- ২টি গেঞ্জি
- একজোড়া চামড়ার গ্লাভস
- গলাবন্ধনী, জামার আস্তিনের বোতাম
অবশেষে মনে রাখবেন, একটি আলমারিতে সস্তা ও দুর্বল ফিটিং-এর পোশাক থাকার চেয়ে অল্প ভাল মানের পোশাক থাকা উত্তম, যেগুলো আপনি সবসময় পরতে পারবেন এবং ভাল দেখাবে।
২য় পর্বের প্রবন্ধটি পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।