⛰বান্দরবান, সাজেক কিংবা ?সেইন্ট মার্টিন ট্যুরে যাচ্ছেন নিচের দরকারি জিনিসগুলো ব্যাগে আছে কিনা দেখে নিন!
১। ট্যুর কিংবা ট্র্যাকিং এ আপনার অতি প্রয়োজনীয় কিছু গেজেট হল মাল্টি প্লাগ, পাওয়ার ব্যাংক, চার্জার, হেডফোন। এছাড়া ট্যুরের মজা বাড়িয়ে নিতে তুলতে পারেন পানির নিচে ছবি! এজন্যে আপনার সাথে নিতে হবে একটি ওয়াটারপ্রুফ ফোনব্যাগ।

এছাড়া মোবাইলের ছবিকে নতুন রুপ দিতে হাতের কাছে রাখুন ওয়াইড ফিশ আই লেন্স ! এটি আপনার ট্যুরের স্মৃতিকে অন্য লেভেলে নিয়ে যাবে!

২। ট্যুরে লং জার্নির ধকল সইতে অবশ্যই কমফোর্টেবল কিছু সাথে রাখুন । ট্রাভেল পিলো আপনাকে এই ধকল সইতে সাহায্য করবে।

৩। “একজোড়া জুতা নিলেই হলো” এই ধাঁচের চিন্তা-ভাবনা থেকে বের হয়ে আসতে হবে নয়তো নিজে অসুস্থ হয়ে ট্যুর গ্রুপের সবার ট্যুরের মজা নষ্ট করে দিতে পারেন! অবশ্যই কমফোর্টেবল জুতা নিন ।

৪। ভালো কোয়ালিটির এবং অবশ্যই ওয়াটারপ্রুফ ব্যাগ কাধে নিন। আপনার মূল্যবান জিনিসপত্র সুরক্ষিত থাকবে।

৫। মেসেঞ্জার ব্যাগ সাথে রাখুন ।টুকটাক কিন্তু দরকারি জিনিসপত্র হারানো ভয় থাকবেনা।
