⛰বান্দরবান, সাজেক কিংবা ?সেইন্ট মার্টিন ট্যুরে যাচ্ছেন নিচের দরকারি জিনিসগুলো ব্যাগে আছে কিনা দেখে নিন!
১। ট্যুর কিংবা ট্র্যাকিং এ আপনার অতি প্রয়োজনীয় কিছু গেজেট হল মাল্টি প্লাগ, পাওয়ার ব্যাংক, চার্জার, হেডফোন। এছাড়া ট্যুরের মজা বাড়িয়ে নিতে তুলতে পারেন পানির নিচে ছবি! এজন্যে আপনার সাথে নিতে হবে একটি ওয়াটারপ্রুফ ফোনব্যাগ।
এছাড়া মোবাইলের ছবিকে নতুন রুপ দিতে হাতের কাছে রাখুন ওয়াইড ফিশ আই লেন্স ! এটি আপনার ট্যুরের স্মৃতিকে অন্য লেভেলে নিয়ে যাবে!