বাংলাদেশের প্রায় প্রতিটি অনলাইন শপিং ওয়েবসাইটের খুব সাধারন ১টি সমস্যা হল ছবিতে যা দেখছেন তা হাতে চলে আসলে অন্য রকম লাগছে । এধরনের অভিযোগ এখন প্রায়ই হয়ে থাকে। কিন্তু শাদমার্টই প্রথম যারা অনলাইনে যা দেখাচ্ছে কাস্টোমার ঠিক তাই হাতে পাবে। পেজ এ থাকা চটকদার ছবি দেখে যাদের মনে প্রথমে আসে এই প্রোডাক্টটি ঠিক ছবির মতো হবে না, এই লেখাটি ঠিক তাদের জন্য ।
কোথায় পাবো “REAL PICTURE”?
“REAL PICTURE” দেখতে প্রথমে পছন্দ করা প্রোডাক্টের পেজে চলুন। প্রোডাক্ট পেজের নিচে থাকা রিভিউ সেকশনে ক্লিক করুন। http://www.shadmart.com/products/563490096980.html
অসংখ্য রিভিউের সাথে অসংখ্য রিয়েল পিকচার দেখতে পাবেন।এখানে শুধু রিয়েল পিকচারই দেখবেন না প্রোডাক্ট কোয়ালিটি সম্পর্কে ভালো ধারনা পাবেন। পিকচারগুলোতে ক্লিক করুন। ক্লিক করলে পিকচারগুলো বড় করে দেখতে পারবেন।
এভাবে প্রতিটি প্রোডাক্টের রিয়েল পিকচার দেখতে পারবেন।
যেভাবে শাদমার্টে ভালো মানের প্রোডাক্ট খুজে পাবেন:
কিভাবে শাদমার্টে অর্ডার করবেন জানতে এখানে ক্লিক করুন ঃ