জুতার আসল জৌলুশ ধরে রাখতে চাই সঠিক যত্ন। প্রতিদিনের ব্যবহারে পথের ধুলোবালি, কাদা, পানি লেগে অনেক সময়ই জুতার আসল চেহারা নষ্ট হয়ে যায়। জুতার যত্ন নিতে নিচে ৫টি টিপস দেওয়া হলঃ

১। বাইরে থেকে ফিরে অথবা বের হওয়ার সময় প্রতিদিনই একটু সময় করে পাতলা নরম কাপড় দিয়ে ধুলোবালি ঝেড়ে মুছে রাখুন। ঝাড়া মোছার ঝামেলায় না যেতে চাইলে বাসায় সু ক্লিনার রাখুন। সু ক্লিনার দেখতে ভিজিট করুন – সু ক্লিনার

২। সব থেকে বেশি যত্ন প্রয়োজন হাই হিল বা স্যান্ডেলের। কারণ, হাঁটাহাটির ফলে এর হিল ক্ষয়ে যায়। এ ধরনের জুতা কেনার পরপরই হিলের নিচে রাবারের সোল লাগিয়ে নিতে পারেন। সোল দেখতে ভিজিট করুন – ইনসোল

 

৩। চামড়ার জুতার জন্য লেদার ওয়েল, ময়েশ্চারাইজার, কন্ডিশনার, শাইনার কালার ব্যবহার করুন। এগুলো দিয়ে মাঝে মাঝে জুতা পরিষ্কার করলে দেখতে বেশ ঝকঝকে নতুনের মতো লাগে আবার টেকেও বেশি দিন। লেদার ওয়েল দেখতে ভিজিট করুন – লেদার ওয়েল

 

৪। যেসব জুতা প্রতিদিন ব্যবহার করা হয় না এরকম দামি সুন্দর জুতা আলাদা বক্সে তুলে রাখুন । সুবক্স দেখতে ভিজিট করুন – সুবক্স

৫। কিছুদিন পর পর ইনার সোল পালটে ফেলুন। ইনার সোল পেতে ক্লিক করুন – ইনার সোল

জুতার যত্ন নিন, একজোড়া সুন্দর জুতা আপনার আউটফিটকে পরিপূর্ণ করে এবং ইমেজ বৃদ্ধি করে।