ছেলেদের ব্যাগের পাশাপাশি লেডিস ব্যাগও খুব জনপ্রিয়। অনেক নারীরা তাদের রুচিবোধ ও আত্ম প্রত্যয় ফুটিয়ে তুলতে হ্যান্ডব্যাগ বা পার্স কেনার ক্ষেত্রে অনেক টাকা খরচ করতে পছন্দ করে, যাতে তাদের হ্যান্ডব্যাগে করে তারা তাদের টাকা, চাবি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র ইত্যাদি রাখতে পারে।

সাদমার্ট এ রয়েছে হরেক রকমের লেডিস ব্যাগ ও পার্স। আকর্ষনীয় সব পার্স দেখতে সাদমার্ট থেকে ঘুরে আসুন। পার্টি বা কনফারেন্স এর জন্য বেছে নিন ক্লাচ ব্যাগ

কোথাও ভ্রমন এর জন্য আপনার প্রয়োজন একটি ট্রাভেল ব্যাগ। আর এই ট্রাভেল ব্যাগ কিনতে চাইলে দেখুন সাদমার্ট।

মানানসই হ্যান্ডব্যাগ ও ফ্যাশনেবল পার্স কিভাবে বেছে নিবেন!!

আমি যদি আপনাকে একটি নির্দিষ্ট ধরণ, নির্দিষ্ট আকার এবং নির্দিষ্ট রঙ এর পার্সের কথা বলি সেটাই হবে সবচেয়ে ভালো। বিষয়টা হচ্ছে কি ধরণের পার্স ও হ্যান্ডব্যাগ নারীদের ভালো লাগবে এবং ফ্যাশনেবল দেখাবে।

কিন্তু সেখানে প্রত্যেক নারীরাই দো-টানায় থাকে- “কিভাবে তাদের মানানসই হ্যান্ডব্যাগটি পছন্দ করবে”।

বিভিন্ন ধরণের ডিজাইন, বিভিন্ন ধরণের সাইজ, বিভিন্ন রঙের হ্যান্ডব্যাগ রয়েছে, যেখান থেকে আপনাকে আপনার পছন্দের পার্সটি বেছে নিতে হবে। আরেকটি জিনিস বিবেচনা করতে হয় সেটি হচ্ছে পার্সের দামের ভিন্নতা। কিছু কিছু পার্স খুব সস্তা অন্যদিকে কিছু কিছু পার্স অত্যান্ত ব্যয়-বহুল।

লেডিস ব্যাগ তৈরি

মেয়েদের ফ্যাসানে লেডিস ব্যাগের কোন বিকল্প নেই। অনেক ধরণের পণ্য দিয়েই লেডিস ব্যাগ তৈরি করা হয়। কাপড় , চামড়া -অনেক কিছু দিয়েই লেডিস ব্যাগ তৈরি করে আজকাল বাজারে আসছে। আপনার লেডিস ব্যাগটি কি দিয়ে তৈরি তা জানাটা কিন্তু আপনার ফ্যাসান ও রুচির জন্য অত্যাবশ্যক।

মেয়েদের পোশাকের মত পার্স কেনার বেলায়ও বিভিন্ন দিক বিবেচনা করে নিতে হয়। কিভাবে আপনার সাথে মানানসই ব্যগটি বেছে নিবেন সে বিষয়ে কিছু টিপস দিচ্ছি। যে গুলো আপনার কাজে লাগবে।

প্রতিদিন ব্যবহারের জন্য কি রকম পার্স নির্বাচন করবেন-

  • পার্স কেনার পূর্বেই আপনাকে মনে রাখতে হবে আপনি পার্সটি কি উদ্দেশ্যে ব্যবহার করবেন।
  • প্রত্যেক পরিস্থিতিতে আলাদা আলাদা পার্স ব্যবহার করতে হয়।
  • সমুদ্র তীরে ব্যবহৃত পার্সগুলো কখনোই নাইট পার্টি শো-তে ব্যবহার করা যাবে না।
  • যদি আপনি প্রতিদিন ব্যবহার করতে চান তাহলে পার্সের স্টাইলের দিকে গুরুত্ব না দিয়ে এর স্থায়ীত্বের দিকে গুরুত্ব দিন। কারণ এটি তো আর আপনি ১ মাস ব্যবহারের পর ফেলে দিবেন না।
  • প্রতিদিন ব্যবহৃত হ্যান্ডব্যাগ এর রঙ এই রকম ভাবে নির্বাচন করতে হবে যাতে আপনার প্রতিদিনের সাজসজ্জার সাথে মানানসই হয়। এক্ষেত্রে কালো, বাদামী, ধূসর ও বেইজ রঙের পার্সগুলোই উত্তম।
  • ব্যাগের সাইজ এইরকম নির্বাচন করতে হবে যাতে প্রতিদিনের যাত্রা পথের জিনিসপত্রগুলো নেয়ার জন্য খুব বেশী বড় বা খুব বেশী ছোট না হয়ে যায়।

প্রতিদিন ব্যবহারের জন্য পার্স খুঁজছেন? তাহলে আমাদের সাদমার্ট-এ ঢুঁ মারুন।

স্টাইলের জন্য কি রকম পার্স নির্বাচন করবেন-

  • স্টাইলের জন্য যেকোনো ধরণের পার্স আপনি নিতে পারেন। তবে ক্লচ পার্সগুলো অন্যতম।
  • স্টাইলের জন্য কাধ ব্যাগ নির্বাচন করাই উত্তম।
  • এই রকম ব্যাগ নির্বাচন করতে হবে যাতে আপনাকে দেখতে কারো হাস্যকর না লাগে।
  • বেশী লম্বা পার্স নির্বাচন করবেন না।
  • লম্বা পার্স ব্যবহার করতে অস্বস্তিকর লাগে।

ফ্যাশনের জন্য পার্স খুঁজছেন? আমাদের সাদমার্টের কালেকশন এর পার্সগুলো দেখতে সাদমার্ট ডট কম এ ঢুঁ মারতে পারেন।

একই সাথে স্টাইল ও প্রতিদিন ব্যবহারের জন্য কি রকম পার্স নির্বাচন করবেন-

  • একই ঢিলে দুই পাখি মারার জন্য আপনাকে ছোট ও বড় অনেকগুলো পকেটওয়ালা পার্স নির্বাচন করতে হবে।
  • বড় সাইজের ব্যাগ বেছে নিবেন।
  • মেয়েরা তাদের দরকারি জিনিসপত্র সহজেই পার্সে করে বহন করতে পারে।
  • বড় সাইজের ও কয়েকটা পার্টওয়ালা পার্সে সহজে ও যত্ন সহকারে আনেকগুলো জিনিস রাখতে পারবেন।

আকর্ষণীয় ডিজাইনের সব পার্স পেতে চোখ রাখুন আমাদের সাদমার্ট এর ওয়েবসাইটে।

পছন্দের পার্স কেনা তেমন কঠিন কাজ না। কিন্তু মানানসই পার্স বেছে নেওয়া একটু কঠিন। তবে পার্স ব্যবহারের উদ্দেশ্য মাথায় রেখে পার্স কিনলে সহজেই মানানসই পার্স বেছে নিতে পারবেন। এতে আপনার ব্যাক্তিত্বের সাথে সাথে আপনার রুচিবোধের ও প্রকাশ পাবে।। তবে রঙ ও ডিজাইন নির্বাচন করা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আশা করি আমাদের এই টিপসগুলো আপনাদের পার্স নির্বাচন করতে সহজ করে দিবে। কোনো চিন্তা ভাবনা ছাড়াই আপনার ব্যাক্তিত্বের সাথে মিল রেখে পার্স বেছে নিতে পারবেন।

আরো নতুন নতুন টিপস পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।

লেডিস জুতা গিফট করতে চান? সাদমার্ট থেকে বেছে নিন আপনার পছন্দের লেডিস জুতা

এছাড়াও পাবেন ছেলেদের ও মেয়েদের স্কুল ব্যাগ, কলেজ ব্যাগ সহ আপনার প্রয়োজনীয় মালামাল বহনের জন্য পাবেন ট্রলি ব্যাগ।

অনলাইনে www.shadmart.com থেকে সর্বাধুনিক ব্যাগ, ব্যাগপ্যাক, পার্স, স্কুল ব্যাগ ও ট্রাভেল ব্যাগ, ট্রলি ব্যাগ, ছেলেদের ব্যাগ, মেয়েদের ব্যাগ কিনুন।